হোম > জাতীয়

দুই দেশের নেতাদের যোগাযোগ আছে, গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে হিন্দুসহ সংখালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে আনল ভারত। পাশাপাশি দুই দেশে কূটনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ঢাকায় দুটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বার্ষিক বৈঠকের জন্য বিক্রম আজ সকালে ঢাকা পৌঁছান। এ বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে বিবৃতি দেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগ আছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়।’

বিক্রম বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ের পাশাপাশি বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় এসেছে।

বিবৃতি দেওয়ার পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

বৈঠকগুলোর বিষয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের আলাদা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা