হোম > জাতীয়

দুই দেশের নেতাদের যোগাযোগ আছে, গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে হিন্দুসহ সংখালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে আনল ভারত। পাশাপাশি দুই দেশে কূটনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ঢাকায় দুটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বার্ষিক বৈঠকের জন্য বিক্রম আজ সকালে ঢাকা পৌঁছান। এ বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে বিবৃতি দেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগ আছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়।’

বিক্রম বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ের পাশাপাশি বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় এসেছে।

বিবৃতি দেওয়ার পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

বৈঠকগুলোর বিষয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের আলাদা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল