একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আগামীকাল রোববার বিকেল ৪টায় শুরু হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অধিবেশনে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরলে অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা হবে। গত ২৭ অক্টোবর সংসদের এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
করোনা মহামারির মধ্যে এবারও প্রতি কার্যদিবসে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে বলা হবে। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ তারাই কেবল অধিবেশনে যোগ দিতে পারবেন। তবে অধিবেশনে বিশেষ আলোচনার সময় করোনা পরীক্ষায় নেগেটিভ সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন।
সংসদের গণসংযোগ শাখা জানিয়েছে, এবারও সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সংসদ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। ওই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারও বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন।