ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে কি না, বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন প্রথমে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
তবে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে— এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।’
নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল ভোটে আসবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী, জানতে চান ভারতীয় এক সাংবাদিক। জবাবে আব্দুল মোমেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আইনের দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় আজ বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।