হোম > জাতীয়

এসি নষ্ট থাকায় উড্ডয়নের পর ফিরে এল বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর আবারও ঢাকায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড়োজাহাজের এসি কাজ না করায় ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়। পরে এক ঘণ্টা পর সেই যাত্রীদের নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। আর এসবের প্রভাবে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটও দেড় ঘণ্টা বিলম্বে ছাড়ে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১১ ফ্লাইট। কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে যেতে পারেনি। আকাশে প্রায় ৩০ মিনিট উড়লেও এসি কাজ না করায় যাত্রীদের নামিয়ে দিতে হয়েছে। পরে সেই যাত্রীদের নিয়ে সোয়া ১০টার পর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় বিমানের অন্য একটি ফ্লাইট। 

ওই ফ্লাইটে থাকা সালেহ আকরাম সম্রাট ঢালী নামের এক যাত্রী ঘটনাটি উল্লেখ করে সামাজিকমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ বিমানে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি। এসি চলছে না। সবাই ঘেমে যাচ্ছিল। বিমান ছাড়ার আগে এসি না চলার একাধিক অভিযোগের জবাবে পাইলট স্যরি বলে বক্তব্য শুরু করলেন। আরও বললেন বিমান ওড়া শুরু করলে ঠান্ডা বাতাস শুরু হবে।’ 

অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে। 

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, চট্টগ্রাম রুটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছিল। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর আরেকটি ফ্লাইটে তাঁদের চট্টগ্রাম পাঠানো হয়েছে। সেই উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন