হোম > জাতীয়

বিএনপিকে ‘ট্রেস করা যাচ্ছে না’, তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারে চিঠি রেখে এল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে শনিবার আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দিতে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন ইসির বার্তাবাহক মো. মহসিন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে এবং কার্যালয় তালাবদ্ধ থাকায় কার্যালয়ের ভেতরে থাকা একটি চেয়ারে চিঠি রেখে আসেন তিনি।

আজ বৃস্পতিবার বিকেল ৪টার দিকে চিঠি রেখে আসেন বলে জানিয়েছেন ইসির বার্তাবাহক মো. মহসিন। 

জানা যায়, বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব বরাবর এ চিঠি দেওয়া হয়। কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। 

ইসি সূত্র জানায়, নিজস্ব বার্তাবাহকের মাধ্যমে চিঠিটি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে কারও হাতে চিঠিটি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইসির কাছে থাকা বিএনপির ই-মেইল অ্যাড্রেসে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া ইসির কাছে থাকা দলটির টেলিফোন নম্বরে ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা বলেন, কোনোভাবেই বিএনপিকে ট্রেস করা (খুঁজে পাওয়া)  যাচ্ছে না। যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইসির চিঠির বিষয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় দলের কেউ চিঠি রিসিভ করতে পারেনি। আর চিঠি ছাড়া অন্য কোনো মাধ্যমে দলটির সঙ্গে কেউ যোগাযোগ করেননি। 

জানা যায়, ইসিতে থাকা দলটির দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কমিশনের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো নির্দেশনা পাননি।’ 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন