হোম > জাতীয়

একুশে বইমেলা

সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাচ্ছে না বাংলা একাডেমি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৫-এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বাংলা একাডেমি। তাই শুধু বাংলা একাডেমিতেই বইমেলা করতে হবে। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে।

গণপূর্ত কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫-এর আয়োজন করতে হবে। ৬ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

মেলার স্থান নিয়ে সরকারেরই একটি কর্তৃপক্ষের আপত্তির কারণে আগামী বইমেলার আয়োজন ঠিক কোথায় হবে, দৃশ্যত তা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ল।

বইমেলা শুরু থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে হলেও ধীরে ধীরে এর পরিসর অনেক বেড়ে যাওয়ায় ২০১৪ সাল থেকে বাংলা একাডেমির বিপরীতের সোহরাওয়ার্দী উদ্যানেও স্টল বরাদ্দ দেওয়া হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা করার অনুমতি পাইনি। তবে আমরা চেষ্টা করব সেখানেই যেন করা যায়। কারণ, গত এক দশকে সেখানেই মেলা করার জন্য একটি জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানাব যেন সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা করা যায়। গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় বলেছে, একাডেমির চত্বরের ভেতরে মেলার আয়োজন করতে। তবে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করতে চাই।’

এক দশক ধরে একুশে বইমেলা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে। সাম্প্রতিককালে মেলার বেশির ভাগ স্টলের বরাদ্দ থাকে এই উদ্যানেই। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন আর হবে কি না, তা নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সংরক্ষণসংক্রান্ত প্রকল্পের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই মেলা সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরিয়ে নেওয়ার কথা উঠেছিল। প্রকাশক, পাঠক সমাজসহ বিভিন্ন মহল থেকে এর জোরালো সমালোচনা হয়েছিল।

১৯৭২ সালের ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমির গেটে চাটাই বিছিয়ে বই বিক্রি শুরু করেন দেশের প্রকাশনাজগতের অন্যতম পথিকৃৎ মুক্তধারার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা। ১৯৭৮ সালে তৎকালীন মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে এ বইমেলার সঙ্গে সম্পৃক্ত করেন।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত