হোম > জাতীয়

ফের বিসিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবি ভবন। ছবি: সংগৃহীত

বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি ও তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতাসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার দুপুর ১টার দিকে এই অভিযান শুরু করেছে। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করছে।

এর আগে গত ১৬ এপ্রিল মুজিব শতবর্ষের অনুষ্ঠান আয়োজনে প্রায় ১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসব অভিযানে অভিযোগের নথিপত্র সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, সংসদীয় আসন কিশোরগঞ্জ-৬ এর সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুর্নীতির অনুসন্ধানে শুরু করে বিসিবি। তার ধারাবাহিকতায় বিসিবিতে ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠায় সংস্থাটি

পাপনের দুর্নীতি অনুসন্ধানে দুদকের দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপন বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি