হোম > জাতীয়

সড়কে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে: পরিবহন মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে কথা বলছেন। ছবি: আজকের পত্রিকা

সাবেক আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি বলেন, সব ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত টিকিট কালোবাজারি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সাইফুল ইসলাম বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর সড়ক পরিবহনকে শৃঙ্খলায়ন, যানজটমুক্ত ও চাঁদাবাজমুক্ত গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ঈদের পরে এই সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে, যা আপনারা দেখতে পাবেন।

ঈদে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। তবে বাড়িতে ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবার ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। এই বিষয়ে সব মালিক-শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, সড়কের বিভিন্ন জায়গায় খারাপ অবস্থা হওয়ায় সেগুলো দ্রুত মেরামত করে দিতে হবে। একই সঙ্গে রাতের বেলার পাশাপাশি দিনের বেলায়ও ডাকাতির ঘটনা ঘটছে। ফলে যাত্রীরা অনিরাপদ। বাসে ডাকাতির ঘটনা ঘটলেই বলির পাঠা বানানো হয় বাসের চালক-সুপারভাইজারদের। ফলে সড়কে বাস চলাচল নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে তাহলে যাত্রা নিরাপদ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ছিলেন।

আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি