হোম > জাতীয়

হিরো আলমের ওপর হামলা: জাতীয় নির্বাচনের আগে ভীতিকর বার্তা বলছে অ্যামনেস্টি

সদ্য সমাপ্ত ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতীয় নির্বাচনের আগে একটি উপনির্বাচনে এ ধরনের হামলা ‘ভীতিকর বার্তা’ দিচ্ছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। 

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে করা এক টুইটে এই প্রতিক্রিয়া দিয়েছে অ্যামনেস্টি। 

টুইটে বলা হয়েছে, ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। 

 ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ধরনের হামলা ভীতিকর বার্তা দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই এই ঘটনার তাৎক্ষণিক এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সর্বদা মানবাধিকারকে সম্মান জানাতে হবে, বিশেষ করে নির্বাচনের সময় এবং পরে। 

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার ব্যাজধারীদের হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুই জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভোট কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে হামলার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি