হোম > জাতীয়

হিরো আলমের ওপর হামলা: জাতীয় নির্বাচনের আগে ভীতিকর বার্তা বলছে অ্যামনেস্টি

সদ্য সমাপ্ত ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতীয় নির্বাচনের আগে একটি উপনির্বাচনে এ ধরনের হামলা ‘ভীতিকর বার্তা’ দিচ্ছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। 

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে করা এক টুইটে এই প্রতিক্রিয়া দিয়েছে অ্যামনেস্টি। 

টুইটে বলা হয়েছে, ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। 

 ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ধরনের হামলা ভীতিকর বার্তা দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই এই ঘটনার তাৎক্ষণিক এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সর্বদা মানবাধিকারকে সম্মান জানাতে হবে, বিশেষ করে নির্বাচনের সময় এবং পরে। 

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার ব্যাজধারীদের হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুই জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভোট কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে হামলার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট