হোম > জাতীয়

ইসির ওয়েবসাইট থেকে সরল হুদা কমিশনের ছবি-পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরানো হয়েছে সদ্যসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদের ছবি ও পরিচয়। গতকাল সোমবার হুদা কমিশন বিদায় নিলেও ইসি ওয়েবসাইট আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের মতোই ছিল।

নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে গতকাল সোমবার বিদায় নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। কমিশন থেকে ভারমুক্ত হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে সরানো হয়নি তাঁদের ছবি ও পরিচয়। 

অবশ্য এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলেছিলেন, ‘সাবেক কমিশনের প্রধান ও এর সদস্যদের ছবি ও পরিচয় অপসারণের কাজ চলমান রয়েছে। হয়তো আইটি শাখা থেকে খেয়াল করা হয়নি। 

ইসি কর্মকর্তাদের নজরে বিষয়টি আনার কিছুক্ষণ পরই সরানো হয় হুদা কমিশনের ছবি ও পরিচয়। 

এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন ইসির দায়িত্ব নেয়। এ কমিশনের অন্য সদস্যরা হলেন—মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার (অব.) শাহদাত হোসেন। গত পাঁচ বছর জাতীয় নির্বাচনসহ ছয় হাজারেরও বেশি নির্বাচনের আয়োজন করে এই কমিশন। নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় হুদা কমিশনকে। এসব সমালোচনা-বিতর্ক নিয়েই গতকাল সোমবার কমিশন থেকে বিদায় নিয়েছেন এই পাঁচ কমিশনার।

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল