হোম > জাতীয়

ইসির ওয়েবসাইট থেকে সরল হুদা কমিশনের ছবি-পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরানো হয়েছে সদ্যসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদের ছবি ও পরিচয়। গতকাল সোমবার হুদা কমিশন বিদায় নিলেও ইসি ওয়েবসাইট আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের মতোই ছিল।

নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে গতকাল সোমবার বিদায় নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। কমিশন থেকে ভারমুক্ত হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে সরানো হয়নি তাঁদের ছবি ও পরিচয়। 

অবশ্য এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলেছিলেন, ‘সাবেক কমিশনের প্রধান ও এর সদস্যদের ছবি ও পরিচয় অপসারণের কাজ চলমান রয়েছে। হয়তো আইটি শাখা থেকে খেয়াল করা হয়নি। 

ইসি কর্মকর্তাদের নজরে বিষয়টি আনার কিছুক্ষণ পরই সরানো হয় হুদা কমিশনের ছবি ও পরিচয়। 

এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন ইসির দায়িত্ব নেয়। এ কমিশনের অন্য সদস্যরা হলেন—মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার (অব.) শাহদাত হোসেন। গত পাঁচ বছর জাতীয় নির্বাচনসহ ছয় হাজারেরও বেশি নির্বাচনের আয়োজন করে এই কমিশন। নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় হুদা কমিশনকে। এসব সমালোচনা-বিতর্ক নিয়েই গতকাল সোমবার কমিশন থেকে বিদায় নিয়েছেন এই পাঁচ কমিশনার।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির