হোম > জাতীয়

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস সম্পাদক মো. নাঈমুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (৬ জুন) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর (প্রধানমন্ত্রীর) সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মারা যান। তারপর থেকেই পদটি শূন্য ছিল। 

এই পদে নাঈমুল ইসলাম খানকে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সারসংক্ষেপ ফাঁস হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয়। সাধারণত সারসংক্ষেপের পাঠানোর পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়। দেরির কারণে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা ছিল। 

নাঈমুল ইসলাম খান সাপ্তাহিক খবরের কাগজের সম্পাদক হিসেবে আলোচনায় আসেন প্রায় চার দশক আগে। এরপর তিনি একে একে কমপক্ষে চারটি বাংলা দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রতিষ্ঠাকালীন সম্পাদক হন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন