হোম > জাতীয়

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস সম্পাদক মো. নাঈমুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (৬ জুন) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর (প্রধানমন্ত্রীর) সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মারা যান। তারপর থেকেই পদটি শূন্য ছিল। 

এই পদে নাঈমুল ইসলাম খানকে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সারসংক্ষেপ ফাঁস হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয়। সাধারণত সারসংক্ষেপের পাঠানোর পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়। দেরির কারণে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা ছিল। 

নাঈমুল ইসলাম খান সাপ্তাহিক খবরের কাগজের সম্পাদক হিসেবে আলোচনায় আসেন প্রায় চার দশক আগে। এরপর তিনি একে একে কমপক্ষে চারটি বাংলা দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রতিষ্ঠাকালীন সম্পাদক হন।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা