হোম > জাতীয়

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস সম্পাদক মো. নাঈমুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (৬ জুন) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর (প্রধানমন্ত্রীর) সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মারা যান। তারপর থেকেই পদটি শূন্য ছিল। 

এই পদে নাঈমুল ইসলাম খানকে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সারসংক্ষেপ ফাঁস হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয়। সাধারণত সারসংক্ষেপের পাঠানোর পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়। দেরির কারণে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা ছিল। 

নাঈমুল ইসলাম খান সাপ্তাহিক খবরের কাগজের সম্পাদক হিসেবে আলোচনায় আসেন প্রায় চার দশক আগে। এরপর তিনি একে একে কমপক্ষে চারটি বাংলা দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রতিষ্ঠাকালীন সম্পাদক হন।

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড-ড্রোনও থাকবে

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত

সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তিই গণভোট নিয়ে প্রশ্ন তুলতে পারে: উপদেষ্টা আদিলুর

কুমিল্লা–৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

১-১৫ ফেব্রুয়ারি আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না