হোম > জাতীয়

মিয়ানমারে তো নয়, উনি ভারতে গেছেন, শিগগিরই ফিরবেন: নিখোঁজ এমপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’ 

তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’ 

মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’ 

এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’ 

হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’ 

তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি