হোম > জাতীয়

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারের দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) মাহাদী হাসানকে ফেরত আনতে অনুরোধ করেছে দেশটির সরকার। কাতার সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এ অনুরোধ করেছে।

মাহাদী হাসান প্রশাসন ক্যাডারের ২৮ ব্যাচের একজন কর্মকর্তা। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, মাহাদী হাসানকে ফেরত আনতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে কাতার সরকার। সে অনুযায়ী তাঁকে ফেরত আনতে চিঠিও ইস্যু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তাঁর মিশনে চাকরির মেয়াদও প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে কাতারতসহ বিভিন্ন দূতাবাসে কর্মরত যাদের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে সেখানে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের সেখানে পাঠানো হবে।

জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকে কাতারের শ্রমবাজার নিয়ে একটি নিবন্ধ লেখেন মাহাদী হাসান। সেখানে কাতার সরকারের কিছুটা সমালোচনা করা হয়েছে। এই বিষয়টি ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের নজরে আসে। তখন দূতাবাস থেকে কাতার সরকারকে বিষয়টি জানানো হয়। এই সংবাদ পেয়ে কাতার সরকারের পক্ষ থেকে প্রথম সচিব মাহাদী হাসানকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ করা হয়।

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ