হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমাগত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভর্তি হয়েছে রেকর্ড ১৩৫ জন। যেখানে আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৫ জন। যা এ বছর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত। তাঁদের মধ্যে ঢাকায় ১১৬ জন এবং বাইরে ১৯ জন। যেখানে গতকাল একদিনে ১১৬ জন রোগী শনাক্তের তথ্য জানান হয়েছিল।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫৪ জন। গতকাল ভর্তি ছিলেন ৪৩০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ঢাকায় ৩৬৪ এবং বাইরে ৬৬।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ২১ দিনে রোগী শনাক্ত হয় ১ হাজার ৮২০ জন। অর্থাৎ জুলাইয়ের রেকর্ড আরও দুই দিন আগেই ছাড়িয়ে গেছে। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২১ দিনে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৩৩৪ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৭৪৫ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৭৩ জন।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল