হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল বুধবার জাতিসংঘের প্রধান কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। 

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সম্পর্ক জোরদার, সোলার প্যানেল প্রকল্পে চীনা বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা করেন তাঁরা। 

এ বিষয়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক জোরদার, সৌর প্যানেলে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা করেছেন।’ 

এ ছাড়া, একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই বিষয়টি নিশ্চিত করেন অজয় বাঙ্গা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাত সংস্কারের লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেবে। 

এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর্থিক খাতে সংস্কারে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।’

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত