হোম > অপরাধ

মসজিদ-মন্দির কমিটি থেকে ধর্মপ্রাণ মানুষ সরছে, দখল করছে অপরাধীরা: সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কমিটি থেকে ধর্মপ্রাণ মানুষেরা দূরে সরে যাচ্ছেন। সে স্থলে অপরাধীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ দখল করছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। 

বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, আগের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের বৈঠকে কার্যবিবরণীটি অনুমোদন দেওয়া হয়। 

বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, কমিটির আগের বৈঠকে মসজিদ, মন্দির ও গোরস্থানের কমিটি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সভাপতি শামসুল হক বলেন, ‘সম্প্রতি মসজিদ, মন্দির এবং গোরস্থান কমিটি থেকে প্রকৃত ধর্মপ্রাণ ভালো মানুষ ক্রমশ দূরে সরে যাচ্ছেন। মাদক কিংবা সমাজ-বিরোধী কাজের কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব পদে আসছেন। ফলে প্রকৃত সৎ মানুষেরা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারছে না।’ 

দেশের সব মসজিদ, মন্দির ও গোরস্থানসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কমিটি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে গঠন হলে ইতিবাচক ফল আসবে বলে মত দেন সংসদীয় কমিটির সভাপতি। পরে কমিটির সুপারিশে অন্য একটি বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। 

সেই বৈঠকে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে সারা দেশে পরিচালিত ৮টি ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে ১ হাজার ৪৫৯ নারী ও শিশু এবং ৮৮ নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে ৭৯ হাজার ৫০৬ জনকে আইনগত সহায়তা, চিকিৎসা ও মানবিক ও অন্যান্য সেবা/সহায়তা দেওয়া হয়েছে। ওই বৈঠকে নড়াইলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব