প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সকল বিচারপ্রার্থীর দ্রুত ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রয়েছে। মামলা নিষ্পত্তিতে দেরি হলে বাদী-বিবাদী উভয় পক্ষের খরচ এবং আদালতে মামলার জট বৃদ্ধি পেতে থাকে। তাই বিচার সংশ্লিষ্ট সবাইকে মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে আগ্রহী হয়ে এগিয়ে আসতে হবে। এই প্রক্রিয়া মামলাজট নিরসনে অনন্য ভূমিকা রাখতে পারে।
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সারা দেশের ২৮০ জন বিচারককে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান প্রধান বিচারপতি এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, মূলত মেডিয়েশন হলো বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি পদ্ধতি। বর্তমানে ভারতীয় উপমহাদেশে এটি খুবই গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী।