বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-এ বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। আজ শুক্রবার ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হলো।
মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার ১২ জন পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে প্রশিক্ষণ নেবেন। প্রথম ব্যাচে তিনজন প্রশিক্ষণ গ্রহণ করছেন। আর এর জন্য এরই মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটদের অত্যাধুনিক ড্রিমলাইনারে প্রশিক্ষণ দিচ্ছে।
আজ সকালে বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম। এ সময় উপস্থিত ছিলেন— বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদের যুগ্ম সচিব মো. ছিদ্দিকুর রহমান, পরিচালক ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন মো. সিদ্দিকুর রহমান, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও পাইলটেরা।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশ্বব্যাপী প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলোর আস্থা অর্জিত হয়েছে। বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসের এর প্রতি আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।’