হোম > জাতীয়

নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নানা বিষয়ে জানতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিনিধিদল। 

কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিধিদল জানতে চেয়েছে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে। কোনো অসুবিধা আছে কী-না, বয়স্ক ও নারী ভোটারসহ সবাই ভোটকেন্দ্র যেতে পারবে কী-না। অন্যান্য অসুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কী-না এসব বিষয়ে জানতে চেয়েছে।’ এসব প্রশ্নের জবাবে কমিশনার কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন আমাদের সকল আয়োজন আছে, কোনো অসুবিধা হবে না।’ 

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষণ দলে ছিলেন, নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা। 

এছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়