হোম > জাতীয়

নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নানা বিষয়ে জানতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিনিধিদল। 

কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিধিদল জানতে চেয়েছে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে। কোনো অসুবিধা আছে কী-না, বয়স্ক ও নারী ভোটারসহ সবাই ভোটকেন্দ্র যেতে পারবে কী-না। অন্যান্য অসুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কী-না এসব বিষয়ে জানতে চেয়েছে।’ এসব প্রশ্নের জবাবে কমিশনার কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন আমাদের সকল আয়োজন আছে, কোনো অসুবিধা হবে না।’ 

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষণ দলে ছিলেন, নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা। 

এছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়