হোম > জাতীয়

জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো আরও ১৭৫৭ জনের নাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে তিন শ্রেণির আহত আরও এক হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার রাতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে।

ক শ্রেণির অতি গুরুতর আহত ১০৯ জন, খ শ্রেণির গুরুতর আহত ২১০ জন এবং আট বিভাগে গ শ্রেণির আহত এক হাজার ৪৩৮ জন জুলাই যোদ্ধার নাম গেজেটে প্রকাশ করা হয়েছে।

গ শ্রেণির আহতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, রংপুর বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, সিলেট বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩৬ জন এবং ঢাকা বিভাগের ৪০৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

এখন পর্যন্ত ক শ্রেণির ৬০২ জন, খ শ্রেণির এক হাজার ১১৮ জন ও গ শ্রেণি ১২ হাজার ৩৮ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করল সরকার।

ক শ্রেণির আহতরা প্রত্যেকে এককালীন ৫ লাখ টাকা পাবেন। ইতিমধ্যে তাঁদের ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে। ক শ্রেণির আহতরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

খ শ্রেণির আহতদের প্রত্যেককে এককালীন ৩ লাখ টাকা করে দেবে সরকার। গত অর্থবছরে তাঁদের এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা চলতি অর্থবছরে দেওয়া হবে। খ শ্রেণির আহতরা মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন।

এ ছাড়া গ শ্রেণির আহতদের এককালীন এক লাখ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে তাঁদের এই টাকা দেওয়া হয়েছে। গ শ্রেণির আহতরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’