হোম > জাতীয়

তাপপ্রবাহের কারণে নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না: ইসি আলমগীর

রাজবাড়ী প্রতিনিধি

তাপ্রবাহের জন‍্য কোনো কিছুই বন্ধ নেই, সেখানে নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার। 

তাপপ্রবাহের কারণে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না জানিয়ে মো. আলমগীর বলেন, ‘ভোটের একটা নির্দিষ্ট সময় থাকে, এর মধ্যে নির্বাচন শেষ করতে হয়। তা না হলে নানাবিধ আইনগত সমস‍্যার সৃষ্টি হয়। প্রশাসনিক সমস‍্যা হয়, রাজনৈতিক সমস‍্যা হয় এবং শান্তিশৃঙ্খলাও বিঘ্ন ঘটে। এ জন্য নির্দিষ্ট মেয়াদের আগেই নির্বাচন শেষ করতে হয়। যখন নির্বাচনের শিডিউল দেওয়া হয় তখন তীব্র দাবদাহ ছিল না। আপনারা জানেন যে ভারতে খরা কিন্তু আমাদের থেকেও বেশি। তারা খরার মধ্যে তাদের জাতীয় নির্বাচন বন্ধ রাখেনি। আর আমরা এই প্রথম না প্রতিবছরই তাপমাত্রা বাড়ছে। ভবিষ্যতে হয়তো এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। এর মধ্যেই জীবনযাত্রা চালাতে হবে। আর আমরা আমাদের বাহ্যিক কাজ চালিয়ে যাচ্ছি। তাপপ্রবাহের জন‍্য কোনো কিছুই বন্ধ রাখিনি, সেখানে নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না।’ 

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের অধিকাংশ কেন্দ্র স্থায়ী। সেখানে পাকা ভবন ও গাছপালা আছে। ভোটাররা ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারবে। প্রতিটা ভোটকেন্দ্রে পানির ব‍্যবস্থা থাকবে। আর ভোটাররা তো ভোট দিয়েই চলে যাবে, ভোটকেন্দ্রে তো বসে থাকবে না। এজন‍্য খুব বেশি সমস্যা হবে না। ইতিমধ্যে আমরা কয়েকটি জেলায় বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশেই। তাপপ্রবাহে যে কোনো সমস্যা হয়েছে এমন খবর পাই নাই।’ 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি, মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি আনুযায়ী ব‍্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার সকল থানার ওসি।

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী