হোম > জাতীয়

সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিনজো আবের: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার জাপান দূতাবাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য শোক বইতে সইয়ের পর এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং ঢাকায় শিনজো আবের সফরের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। এটা অবিশ্বাস্য; বিশেষ করে, জাপানের মতো দেশে যেখানে কঠোরভাবে আইন অনুসরণ করা হয়। এ সময় গভীর শোক প্রকাশ করেন তিনি।’ 

এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। বিশেষ করে সে সময় জাপানি প্রতিষ্ঠানগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।’ 

প্রসঙ্গত, গত ৮ জুলাই নির্বাচনী প্রচার চালানোর সময় এক হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। 

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর শোক

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন