হোম > জাতীয়

সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিনজো আবের: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার জাপান দূতাবাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য শোক বইতে সইয়ের পর এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং ঢাকায় শিনজো আবের সফরের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। এটা অবিশ্বাস্য; বিশেষ করে, জাপানের মতো দেশে যেখানে কঠোরভাবে আইন অনুসরণ করা হয়। এ সময় গভীর শোক প্রকাশ করেন তিনি।’ 

এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। বিশেষ করে সে সময় জাপানি প্রতিষ্ঠানগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।’ 

প্রসঙ্গত, গত ৮ জুলাই নির্বাচনী প্রচার চালানোর সময় এক হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। 

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ