হোম > জাতীয়

সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিনজো আবের: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার জাপান দূতাবাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য শোক বইতে সইয়ের পর এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং ঢাকায় শিনজো আবের সফরের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। এটা অবিশ্বাস্য; বিশেষ করে, জাপানের মতো দেশে যেখানে কঠোরভাবে আইন অনুসরণ করা হয়। এ সময় গভীর শোক প্রকাশ করেন তিনি।’ 

এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। বিশেষ করে সে সময় জাপানি প্রতিষ্ঠানগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।’ 

প্রসঙ্গত, গত ৮ জুলাই নির্বাচনী প্রচার চালানোর সময় এক হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন