হোম > জাতীয়

মানবাধিকার প্রসঙ্গে জাতিসংঘের ৩ বিশেষজ্ঞের বক্তব্যে সরকারের অসন্তোষ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মানের অবনতি ঠেকাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে কাজে লাগাতে সংস্থাটির তিন বিশেষজ্ঞ সম্প্রতি যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে সরকার অসন্তোষ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অসন্তোষের কথা জানায়।

মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের তিন বিশেষজ্ঞ আইরিন খান, ক্লিমেন্ট নেয়ালেটসোসিভোল ও ম্যারি লোয়ের বাংলাদেশের বিষয়ে বিবৃতিটি প্রকাশের জন্য যে সময়টি বেছে নিয়েছেন এবং তাতে যা বলেছেন, তাতে তাঁদের মতলব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর। পরদিন ১৪ নভেম্বর তিন বিশেষজ্ঞ বিবৃতিটি প্রকাশ করেন।

তিন বিশেষজ্ঞের বক্তব্য তাঁদের বিশ্ব সংস্থাটি থেকে অর্পিত নির্দিষ্ট দায়িত্ব ও এখতিয়ারের সঙ্গেও সংগতিপূর্ণ নয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।

মন্ত্রণালয় বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে মানবাধিকার কাউন্সিল, এর সদস্য রাষ্ট্রগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকুতি প্রকাশ করে তিন বিশেষজ্ঞ এখতিয়ারবহির্ভূত কাজ করেছেন।

তিন বিশেষজ্ঞের একজন বাংলাদেশের নাগরিক—এমনটি উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, তিনি বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোয় মানবাধিকারের বিষয়ে নীরবতা অবলম্বন করে থাকেন। এতে তাঁদের কাজে পক্ষপাত ও বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দেওয়ার ঝুঁকি থেকে যায়।

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব