হোম > জাতীয়

ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে জটিলতায় পড়তে হয়: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এক হোটেলে আজ শুক্রবার স্টারলিংকের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।

‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্‌যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’

সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।

লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’

গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান