হোম > জাতীয়

পশ্চিমাঞ্চলে চলবে দুটি ক্যাটেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা থেকে ঢাকায় কোরবানি পশু পরিবহনের জন্য দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মিহির কান্তি গুহ তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকার তেজগাঁও স্টেশন রুটে একটি এবং খুলনা থেকে তেজগাঁও স্টেশন পর্যন্ত আরেকটি ট্রেনে কোরবানি পশু পরিবহন করা হবে। আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলাচল করবে এই বিশেষ ট্রেন।

এর আগে রেলওয়ে থেকে জানানো হয়েছিল, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যেও এই বিশেষ ট্রেন চলবে। তবে এই রুটে কয়টা ট্রেন চলবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুরে পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়।

কোরবানির পশু পরিবহনের বিশেষ এই ট্রেনে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা হবে। পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন।

গত বছর কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। মোট গরু এসেছিল ২৬৯টি। আর অন্য কোন পশু আসেনি।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব