হোম > জাতীয়

পশ্চিমাঞ্চলে চলবে দুটি ক্যাটেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা থেকে ঢাকায় কোরবানি পশু পরিবহনের জন্য দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মিহির কান্তি গুহ তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকার তেজগাঁও স্টেশন রুটে একটি এবং খুলনা থেকে তেজগাঁও স্টেশন পর্যন্ত আরেকটি ট্রেনে কোরবানি পশু পরিবহন করা হবে। আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলাচল করবে এই বিশেষ ট্রেন।

এর আগে রেলওয়ে থেকে জানানো হয়েছিল, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যেও এই বিশেষ ট্রেন চলবে। তবে এই রুটে কয়টা ট্রেন চলবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুরে পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়।

কোরবানির পশু পরিবহনের বিশেষ এই ট্রেনে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা হবে। পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন।

গত বছর কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। মোট গরু এসেছিল ২৬৯টি। আর অন্য কোন পশু আসেনি।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন