হোম > জাতীয়

পশ্চিমাঞ্চলে চলবে দুটি ক্যাটেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা থেকে ঢাকায় কোরবানি পশু পরিবহনের জন্য দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মিহির কান্তি গুহ তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকার তেজগাঁও স্টেশন রুটে একটি এবং খুলনা থেকে তেজগাঁও স্টেশন পর্যন্ত আরেকটি ট্রেনে কোরবানি পশু পরিবহন করা হবে। আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলাচল করবে এই বিশেষ ট্রেন।

এর আগে রেলওয়ে থেকে জানানো হয়েছিল, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যেও এই বিশেষ ট্রেন চলবে। তবে এই রুটে কয়টা ট্রেন চলবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুরে পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়।

কোরবানির পশু পরিবহনের বিশেষ এই ট্রেনে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা হবে। পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন।

গত বছর কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। মোট গরু এসেছিল ২৬৯টি। আর অন্য কোন পশু আসেনি।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা