করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই সভায় অংশ নেবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কয়েকজন বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, কয়েক জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ভার্চুয়ালি যোগ দেবেন। ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
করোনার নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার নতুন ধরনে আক্রান্ত ৭ জনকে শনাক্ত করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।