হোম > জাতীয়

বিমানের ই-মেইল সার্ভিস চলছে বিকল্প ব্যবস্থায়

প্রায় এক সপ্তাহ ধরে ই-মেইল সার্ভারের নিয়ন্ত্রণ হারিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মূলত র‍্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গেছে সার্ভারটি। ই-মেইল সার্ভার হ্যাক হওয়ায় বিমানের অভ্যন্তরীণ ও বৈদেশিক ই-মেইল যোগাযোগ ব‍্যাহত। এ অবস্থায় বিকল্প ব্যবস্থায় অপারেশনাল ই-মেইল চালু রেখে কাজ চালাতে বাধ্য হচ্ছে সংস্থাটি। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, শনিবার বিমানের কিছুসংখ্যক কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যারে আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে ওই দিন সন্দেহযুক্ত সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয়। ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থায় বিমানের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত ই-মেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে চালু আছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ধারা-১৫ অনুসারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীনে তফসিলভুক্ত একটি প্রতিষ্ঠান। বিধায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি কর্তৃক প্রদত্ত কারিগরি দিকনির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

বিমানের একাধিক সূত্র বলছে, বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ই-মেইলে আদান-প্রদান করা হয়। তবে গত শুক্রবার থেকেই নিজেদের মধ্যে ই-মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ ছিল বিমানের। এ অবস্থায় ই-মেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন