হোম > জাতীয়

হাসিনাকে ফেরত দিতে ভারতকে তাগিদ দেবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়। ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারকে তাগিদ দেবে অন্তর্বর্তী সরকার। তবে তাগিদ দেওয়ার আগে সরকার আরও কিছুদিন সময় নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতের দিল্লি চলে যান। তাঁকে ফেরত চেয়ে দেশটিকে গত ২২ ডিসেম্বর কূটনৈতিক পত্র দেওয়া হয়। এই পত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্রও দেওয়া হয়।

জেনেভা থেকে গত বুধবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতিবেদনে জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় নির্বিচার হত্যাকাণ্ড ও নৃশংসতার জন্য হাসিনা নির্দেশ দিয়েছেন, এমন তথ্য উঠে আসে। এমন পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গটি গতকাল আবার সামনে আনে বিএনপিসহ বিভিন্ন মহল।

হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া প্রথম পত্রের জবাব মিলেছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, জবাব এখন পর্যন্ত আসেনি।

জাতিসংঘের প্রতিবেদনের উল্লেখ করে সরকার এখন তাঁকে ফেরত দিতে ভারতকে তাগিদ দেবে কি না—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, ‘প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা যে কাউকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।’

হাসিনার ফেরার বিষয়টিতে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় ধরনের ব্যাপার আছে, এমনটি উল্লেখ করে তিনি বলেন, ভারতের জবাবের জন্য সরকার আরও কিছুদিন অপেক্ষা করতে পারে। তবে সঠিক সময়ে এ বিষয়ে তাগিদ দেওয়া হবে।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত