হোম > জাতীয়

সার্চ কমিটির বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে আজ শনিবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে  নির্বাচন কমিশনের জন্য ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  বৈঠক শেষে এমনটি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

সামসুল আরেফিন বলেন, আগামীকাল রোববার বিকেলে আবার বৈঠক হবে। দু-এক দিনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত হবে। তাঁদের নাম প্রকশের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 

এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।

ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সূত্রে জানা গেছে, এই তালিকা কাটছাঁট করে ৫০ জনে নামিয়ে আনা হয়েছে। এখন সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। 

ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা