হোম > জাতীয়

সার্চ কমিটির বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে আজ শনিবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে  নির্বাচন কমিশনের জন্য ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  বৈঠক শেষে এমনটি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

সামসুল আরেফিন বলেন, আগামীকাল রোববার বিকেলে আবার বৈঠক হবে। দু-এক দিনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত হবে। তাঁদের নাম প্রকশের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 

এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।

ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সূত্রে জানা গেছে, এই তালিকা কাটছাঁট করে ৫০ জনে নামিয়ে আনা হয়েছে। এখন সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। 

ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত