হোম > জাতীয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চায় মালয়েশিয়া 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থনের প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। গতকাল মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফোনকলে তিনি এই প্রস্তাব দেন। 

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল আনোয়ার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। তিনি ইউনূসকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। 

ফোনকলের বিষয়ে আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেছেন, আমি তাঁকে (ড. ইউনূস) আশ্বস্ত করেছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন এবং পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত। 

তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, ড. ইউনূস সংখ্যালঘুসহ সব বাংলাদেশির অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন।’ 

ইউনূসকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তিনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি সংক্ষিপ্ত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’ 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। তিনি ক্ষুদ্রঋণের প্রবর্তক এবং একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী।

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ