হোম > জাতীয়

পিটার হাসের চিঠি: জাপা পেলেও এখনো পায়নি আওয়ামী লীগ ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আজ সোমবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের চিঠি দিয়ে এসেছেন রাষ্ট্রদূত পিটার হাস। 

আওয়ামী লীগ এবং বিএনপিকেও একই ধরনের চিঠি দেওয়া হবে বলে পিটার হাসের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

আজ মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। 

আজ রাত পৌনে ৮টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি এখনো মার্কিন দূতাবাসের কোনো চিঠি পায়নি। 

এ প্রসঙ্গে রাত পৌনে ৮টার দিকে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি।’ 

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানা মতে, এ সংক্রান্ত কোনো চিঠি এখনো বিএনপির কাছে আসেনি। আমার হাতে পৌঁছায়নি। দলের অন্য কোনো নেতার কাছে গেছে কি না, তা বলতে পারছি না।’ 

তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন রিজভী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই গণতন্ত্রের বন্ধু। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।’ 

এর আগে বিকেলে বনানীতে কেন্দ্রীয় কার্যালয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদেরের কাছে চিঠি হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপর জাপার নেতাদের সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। 

পিটার হাস চলে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘জাপার চেয়ারম্যানকে দেওয়ার জন্য একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন। উনি বলেছেন একই চিঠি বাংলাদেশের তিন দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) দেওয়া হচ্ছে। সেই চিঠির সারসংক্ষেপ হচ্ছে—যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’ 

চুন্নু বলেন, ‘মূলত চিঠিটি হস্তান্তর করতেই পিটার হাস এসেছিলেন। এরপরেও তিনি আসার পরে তাঁর সঙ্গে জাপার নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ওই বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে।’

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক