হোম > জাতীয়

মেডিকেল ভর্তিতে ‘কিছু করা যায় কি না’—রোল নম্বর দিয়ে মন্ত্রীকে অভিভাবকদের এসএমএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এসএমএস দিয়ে ‘কিছু করা যায় কি না’—এমন অনুরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এ বছর মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি। সেখানে লেখা আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছু করা যাবে কি না? অনেকে রোল নম্বরও দিয়েছে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে এটা আমার সন্তানের রোল নম্বর, এমবিবিএস পরীক্ষা দিয়েছে—আপনি কি কিছু করতে পারবেন কি না? এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এ রকম নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়, তাহলে সন্তানকে আমরা কী শিক্ষা দেব?’

এর আগে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সন্তানদের দক্ষতার জায়গাটা অভিভাবকেরা যাতে বুঝতে পারেন, সে জন্য আমরা পরিবর্তন এনেছি। এখন থেকে অভিভাবকেরা সহজেই এটি বুঝতে পারবেন।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন জিপিএ-৫ পেলেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। ফলে সেই শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না, উন্নত জীবনের জন্য প্রস্তুত হচ্ছে না।’

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার