হোম > জাতীয়

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মহাসচিব বলেন, ‘ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।’

মনোনয়ন ঘোষণা দেরি হওয়ায় কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতা রয়েছেন। আবার নতুন অনেকেই যোগ্য হয়েছেন, তাদের থেকে বাছাই করা কঠিন হয়ে গেছে। তাই বিলম্ব হয়েছে।’

এর আগে জাতীয় পার্টি অফিসের সামনে দলের বহিষ্কৃত এবং রওশনপন্থি নেতা-কর্মীরা মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ও জিএম কাদের বিরোধী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দলে বর্তমানে ত্যাগী নেতাদের জায়গা হচ্ছে না। বিরোধ থাকায় রওশনপন্থি নেতারা নির্বাচিত হবার যোগ্যতা থাকলেও দল থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার