হোম > জাতীয়

এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮১২ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৩৬১ জন রাজধানী ঢাকায় এবং ঢাকার বাইরে ৪৫১ জন। 

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। গত জুনে মৃত্যু হয়েছে একজনের, জুলাইতে ৯ জন এবং চলতি মাসে দুইজন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু ১২। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫১ জন এবং বাইরে ১৪ জন। আগের দিন মোট আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮৭ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩২২ জন। আগের দিন ভর্তি ছিল ৩৪৪ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৪৬ জন এবং বাইরে ৭৬। আগের দিন ঢাকায় ছিল ২৬৭ জন এবং বাইরে ৭৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ আগস্ট) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ২ হাজার ৮১২ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ২ হাজার ৩৬১ জন এবং বাইরে ৪৫১ জন। এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৪৭৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে ২ হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের দুই দিনে ১৫২ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। 

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক গড়ে ৬০-৭০ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব