হোম > জাতীয়

এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮১২ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৩৬১ জন রাজধানী ঢাকায় এবং ঢাকার বাইরে ৪৫১ জন। 

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। গত জুনে মৃত্যু হয়েছে একজনের, জুলাইতে ৯ জন এবং চলতি মাসে দুইজন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু ১২। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫১ জন এবং বাইরে ১৪ জন। আগের দিন মোট আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮৭ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩২২ জন। আগের দিন ভর্তি ছিল ৩৪৪ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৪৬ জন এবং বাইরে ৭৬। আগের দিন ঢাকায় ছিল ২৬৭ জন এবং বাইরে ৭৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ আগস্ট) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ২ হাজার ৮১২ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ২ হাজার ৩৬১ জন এবং বাইরে ৪৫১ জন। এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৪৭৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে ২ হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের দুই দিনে ১৫২ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। 

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক গড়ে ৬০-৭০ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছেন।

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি