চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। অভ্যন্তরীণ গন্তব্যসমূহের মধ্যে আন্তযোগাযোগ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৮ জানুয়ারি থেকে বিমান এই ফ্লাইট চালু করবে।
আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫১১ সকাল ১১টা ১৫ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৫১২ প্রতি শনিবার ও বুধবার দুপুর ১টায় ছেড়ে গিয়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।