হোম > জাতীয়

রেজিমেন্ট অব আর্টিলারির ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির নবম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ‘আর্টিলারি সেন্টার ও স্কুল’-এর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অভিষেক অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারির জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল অব দি রেজিমেন্ট র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। 

প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং রেজিমেন্ট অব আর্টিলারির একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ দেয়। 

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী রেজিমেন্ট অব আর্টিলারির অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। 

অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সেনাবাহিনীর রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে রেজিমেন্ট অব আর্টিলারির সদস্যদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেন। 

সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারির অভিষিক্ত কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে আর্টিলারি সেন্টার ও স্কুলে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলক ‘স্মৃতি ভাস্বর’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া তিনি আর্টিলারি সেন্টার ও স্কুল সংলগ্ন ‘মুজিব ব্যাটারি সড়ক’-এর উদ্বোধন করেন। 

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারির বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২-এ যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সব আর্টিলারি ইউনিটের অধিনায়ক এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য দেন। সেখানে রেজিমেন্ট অব আর্টিলারির উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রেজিমেন্ট অব আর্টিলারির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা এবং চট্টগ্রাম এরিয়ার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’