হোম > জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা যাতে ক্যাম্পে ঢুকতে না পারে সে জন্য সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে। সেখানে নেতৃত্ব দেবে সেনাবাহিনী। 

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। সীমান্ত দিয়ে মাদক এবং অস্ত্র যাতে না ঢুকতে পারে সেটাই এর মূল কারণ। এ জন্য শক্তিশালী করা হচ্ছে সীমান্তকে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আশা করা হচ্ছে, শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে। অল্পসংখ্যক হলেও মিয়ানমারে ফেরত যাওয়া শুরু করবে রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরাকান বাহিনী এবং আরএস সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের আটকাতে যৌথ বাহিনী কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীও তাদের সঙ্গে কাজ করবে।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক