হোম > জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা যাতে ক্যাম্পে ঢুকতে না পারে সে জন্য সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে। সেখানে নেতৃত্ব দেবে সেনাবাহিনী। 

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। সীমান্ত দিয়ে মাদক এবং অস্ত্র যাতে না ঢুকতে পারে সেটাই এর মূল কারণ। এ জন্য শক্তিশালী করা হচ্ছে সীমান্তকে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আশা করা হচ্ছে, শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে। অল্পসংখ্যক হলেও মিয়ানমারে ফেরত যাওয়া শুরু করবে রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরাকান বাহিনী এবং আরএস সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের আটকাতে যৌথ বাহিনী কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীও তাদের সঙ্গে কাজ করবে।

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র