হোম > জাতীয়

আরাকান আর্মি কীভাবে যুদ্ধ শেষ করবে, ভবিষ্যদ্বাণী করতে পারব না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বর্তমানে আপনারা যে দৃশ্যপট দেখছেন, যুদ্ধে কী ঘটবে, তা আমরা বলতে পারব না। আরাকান আর্মি কীভাবে এটা শেষ করবে, তা নিয়ে আমরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারব না। আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে।’ 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কেবল আরাকান আর্মি না, চীনা সীমান্তে চীনা অধ্যুষিত এলাকায়ও গৃহযুদ্ধ চলছে। ২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের মধ্যে আরাকান আর্মি অনেকটা সুসংগঠিত। তাদের বিস্তৃতি আরাকান রাজ্যে। সেখান থেকে বারবার তাদের অবস্থান জানান দিয়েছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার তারা (আরাকান আর্মি) সংখ্যায় বেশি হয়ে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। সেই হামলায় ৩৩০ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সামরিক বাহিনীসহ সরকারি কর্মকর্তা, যারা আমাদের সীমান্তের কাছাকাছি ১০ থেকে ১৫ মাইলের ভেতরে ছিলেন, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেন।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে তাদের (যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন) এক জায়গায় রেখে মিয়ানমারকে অবহিত করা হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেব না। আমাদের সীমান্তের মধ্যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা মনে করি, সবাই যার যার জন্মভূমিতে থাকবে।’ 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেককে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার ও বিশ্বের সব সরকারকে বলেছি, তাদের (রোহিঙ্গা) দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা