হোম > জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ৬২ হাজার অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূচি নিয়ে দোলাচলে থাকা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি, জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রে প্রার্থীর উপস্থিতি ছিল বেশ কম।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদের দেওয়া তথ্য অনুযায়ী, সহকারী পরিচালক পদে ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর মধ্যে ৬২ হাজারই ছিল অনুপস্থিত। প্রার্থীরা মনে করছেন, পরীক্ষার তারিখ নিয়ে অনিশ্চয়তার কারণে কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম ছিল।

আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ৪৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রমনার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার কক্ষে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন উপস্থিত ছিল। বেশির ভাগ প্রার্থীই পরীক্ষা হবে কি না তা নিয়ে সন্দিহান ছিল। ঢাকার বাইরে থেকে অনেকেই আসতে পারেনি। বিশেষ করে নারী প্রার্থীরা বেশি সমস্যায় পড়েছেন।’

চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। গত ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষার (১০০ নম্বরের এমসিকিউ) সূচি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সূচিতে ২৮ অক্টোবর এই পরীক্ষার তারিখ দেওয়া হয়।

কিন্তু মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরিপ্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে পরীক্ষার মাত্র ৫ দিন আগে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করার আদেশ দেন উচ্চ আদালত। এরপর ২৫ অক্টোবর উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৮ অক্টোবরই অনুষ্ঠিত হয় পরীক্ষা।

চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী অনামিকা পারভিন বলেন, ‘যেদিন বাসের টিকিট করব, সেদিনই শুনলাম পরীক্ষা স্থগিত হয়েছে। এরপর পরীক্ষার মাত্র দুদিন আগে আদালতের আরেক আদেশ এল। ঢাকায় গিয়ে যে আত্মীয়ের বাসায় থাকার কথা ছিল, তিনিই তখন ঢাকার বাইরে। এসব জটিলতায় শেষ মুহূর্তে আর পরীক্ষা দিতে যেতেই পারলাম না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব