হোম > জাতীয়

২৮ অক্টোবর ‘সড়ক বন্ধ’ নিয়ে মার্কিন দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সড়ক বন্ধ হবে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আলোচনা নিয়ে চলছে পাল্টাপাল্টি বিবৃতি। এ বিষয়ে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করার পর গতকাল রোববার মার্কিন দূতাবাস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, এমন কোনো আলোচনা হয়নি। শুধু শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

আজ সোমবার এ বিষয়ে পাল্টা বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গতকাল রাতে বিবৃতি দেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। মার্কিন দূতাবাসের এই বিবৃতির পরদিন আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।’

আলোচনায় রাষ্ট্রদূত উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে আলোচনা-বহির্ভূতও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। 

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কি না তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এ ধরনের পরিকল্পনা নেই বলে তাঁকে জানানো হয়েছে।

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি

আট নির্বাচনে নিহত অন্তত ৬৪৭ জন