হোম > জাতীয়

চিঠি নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিঠি নিয়ে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সেখানে জাপার চেয়ারম্যানের কাছে চিঠিটি হস্তান্তর করেন। এরপর জাপার নেতৃবৃন্দের সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠকও করেন। 

পিটার হাস চলে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘জাপার চেয়ারম্যানকে দেওয়ার জন্য একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন। উনি বলেছেন একই চিঠি বাংলাদেশের তিন দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) দেওয়া হচ্ছে। সেই চিঠির সারসংক্ষেপ হচ্ছে—যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’ 

চুন্নু বলেন, ‘মূলত চিঠিটি হস্তান্তর করতেই পিটার হাস এসেছিলেন। এরপরেও তিনি আসার পরে তাঁর সঙ্গে জাপার নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ওই বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে যাব কি যাব না—তা এখনো বলিনি। আমরা এখনো অপেক্ষা করছি, সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে। যে পরিবেশে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে।’

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড-ড্রোনও থাকবে

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত

সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তিই গণভোট নিয়ে প্রশ্ন তুলতে পারে: উপদেষ্টা আদিলুর

কুমিল্লা–৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

১-১৫ ফেব্রুয়ারি আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন