হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২৪ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ গত তিন দিন কম থাকলেও গতকাল শুক্রবার রোগীর সংখ্যা আবারও বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন রোগী। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৬৫ জন এবং ঢাকার বাইরের ৫৯ জন। তবে এ সময়ে নতুন করে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে আবারও জন্ম নেবে এডিস মশা। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৯১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৭২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এ দিকে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৭২১ জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৯৭৩ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ১৬৫ জন। এদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯০ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে দুজন, বিজিবি ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ