সরকার মিয়ানমারের ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে দেশে ফিরতে বলেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সইয়ে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করে দেশে প্রত্যাবর্তনের আদেশ দিয়েছেন।
প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। সরকারের দুটি সূত্র প্রজ্ঞাপনটির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং তাঁর দেশে ফেরার কারণও জানানো হয়নি।
আরও খবর পড়ুন: