হোম > জাতীয়

বালুমহাল নিয়ে সরকারের ১০ নির্দেশনা জারি: অবৈধ উত্তোলন বন্ধ ও জবাবদিহির ওপর জোর

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

বালুমহাল নিয়ে ১০টি নির্দেশনা দিয়ে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে এসব নির্দেশনায়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার (১৪ মে ২০২৫) সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বালুমহাল নিয়ে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

বালুমহাল নিয়ে সরকারের নির্দেশনাগুলো একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনাগুলো হলো:

১। অবৈধ বালু উত্তোলন বন্ধে ডিসিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেসব স্থানে অবৈধভাবে বালু উত্তোলিত হয়, সেসব স্থানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করতে হবে।

২। জনগণের অভিযোগ নিষ্পত্তি করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য গৃহীত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানাতে হবে।

৩। নতুন বালুমহাল ঘোষণার পূর্বে হাইড্রোগ্রাফিক জরিপসহ প্রচলিত আইন ও বিধি মেনে ইজারা কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪। দীর্ঘদিনের পুরোনো হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত বালুমহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্বে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ করে ইজারা কার্যক্রম গ্রহণ করতে হবে।

৫। ইজারাধীন বালুমহালের সীমানা ইজারাদারকে চিহ্নিত করে দিতে হবে এবং চিহ্নিত এলাকার বাইরে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৬। সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭। যেসব বালুমহাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিক জেলার সম্পৃক্ততা রয়েছে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় করে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৮। অবৈধভাবে উত্তোলিত জব্দ করা বালু নিলামে না দিয়ে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহারের জন্য প্রয়োজনে আদালতের সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯। বালুমহালের ইজারাগ্রহীতা কর্তৃক শর্ত ভঙ্গ হলে শুধু শ্রমিকদের নয়, ইজারাদারকে বিচারের মুখোমুখি করতে হবে।

১০। জেলা পর্যায়ে অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর কাঠামো নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় যুক্ত ছিলেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’