রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীকে বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নৌ কর্মকর্তা আশরাফুল হককে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হককে নৌবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আলাদা আদেশে ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ দিতে শরিফ-উল ইসলামের চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।