হোম > জাতীয়

ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার জানাল ইতালির দূতাবাস

ছবি: ঢাকাস্থ ইতালির দূতাবাস।

ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে ভিসা প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম বুঝতে এবং শনাক্ত করতে উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে দূতাবাস।

এসব ক্ষেত্রে প্রতারণা সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশের (গার্ডিয়া ডি ফিনানজা) তদন্তের ফলে সম্প্রতি দূতাবাসের দুই জন প্রাক্তন কর্মী সদস্যসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিক অভিযুক্ত হয়েছে এবং তাদের গৃহবন্দী করা হয়েছে।

এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একইসঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।

ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে বাড়তি কিছু না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের খপ্পরে পড়া এড়াতে ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো অনিময়ম ও অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানাতে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ঢাকায় বাড়তি কর্মী এনে ভিসা প্রক্রিয়াকরণ সময় কমানো হয়েছে। সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব