হোম > জাতীয়

কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই: ইসি রাশিদা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় নির্বাচনে মানুষ যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তিনি বলেন, ‘আমরা সব সময় চেয়েছি, এখনো চাই সব নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। মানুষ যাতে এসে ভোট দিয়ে চলে যেতে পারে। কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই আমাদের।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি রাশিদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন। 

নির্বাচন কমিশন আগামী নির্বাচনগুলোতে কতটা কঠোর হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে জানিয়ে রাশিদা সুলতানা বলেন, আসলে গাজীপুরের নির্বাচন কতটা কি হয়েছে আপনারা দেখেছেন, জনগণ দেখেছে। নির্বাচনে জনগণই রায় দিয়ে দেবে আমাদের বলার কিছু নেই। আগামী নির্বাচন গুলোতেও আমরা এই নীতিতে থাকব। নির্বাচনে কঠোরতা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে আমাদের ইচ্ছে সুন্দর পরিবেশ নিশ্চিত করা, যাতে মানুষ বলতে পারে আমার ভোট আমি দিতে পেরেছি।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই আমাদের। নির্বাচনে কে আসবে, কে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা সম্পূর্ণ প্রার্থীর বিষয়। তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমরা কাজ করে আনন্দ পাবো। না আসলেও তো আমাদের নির্বাচনগুলো করতে হবে। কারণ আইনি বাধ্যবাধকতা রয়েছে।’ 

ইভিএম ও ব্যালট দুই মাধ্যমে জাতীয় নির্বাচন হবে জানিয়ে রাশিদা সুলতানা আরও বলেন, ‘ইভিএম হচ্ছে নতুন ডাইমেনশন। ইভিএম করতে পারলে অনেক সহজ হয়। জাল ভোট হয় না। হানাহানি হয় না। তারপরও যা আছে তা নিয়ে কাজ করতে হবে। ব্যালটে অনেক আগে থেকে হয়ে আসছে। অন্য প্রসেসগুলো যাতে আরও সুন্দর  করতে পারি সেটা করবো। আর জনগণের সমস্যা যদি হয় তা নিয়ে আমরা নোটিশ করবো।’

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান