হোম > জাতীয়

কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই: ইসি রাশিদা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় নির্বাচনে মানুষ যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তিনি বলেন, ‘আমরা সব সময় চেয়েছি, এখনো চাই সব নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। মানুষ যাতে এসে ভোট দিয়ে চলে যেতে পারে। কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই আমাদের।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি রাশিদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন। 

নির্বাচন কমিশন আগামী নির্বাচনগুলোতে কতটা কঠোর হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে জানিয়ে রাশিদা সুলতানা বলেন, আসলে গাজীপুরের নির্বাচন কতটা কি হয়েছে আপনারা দেখেছেন, জনগণ দেখেছে। নির্বাচনে জনগণই রায় দিয়ে দেবে আমাদের বলার কিছু নেই। আগামী নির্বাচন গুলোতেও আমরা এই নীতিতে থাকব। নির্বাচনে কঠোরতা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে আমাদের ইচ্ছে সুন্দর পরিবেশ নিশ্চিত করা, যাতে মানুষ বলতে পারে আমার ভোট আমি দিতে পেরেছি।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘কম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তৃপ্তি প্রকাশের সুযোগ নেই আমাদের। নির্বাচনে কে আসবে, কে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা সম্পূর্ণ প্রার্থীর বিষয়। তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমরা কাজ করে আনন্দ পাবো। না আসলেও তো আমাদের নির্বাচনগুলো করতে হবে। কারণ আইনি বাধ্যবাধকতা রয়েছে।’ 

ইভিএম ও ব্যালট দুই মাধ্যমে জাতীয় নির্বাচন হবে জানিয়ে রাশিদা সুলতানা আরও বলেন, ‘ইভিএম হচ্ছে নতুন ডাইমেনশন। ইভিএম করতে পারলে অনেক সহজ হয়। জাল ভোট হয় না। হানাহানি হয় না। তারপরও যা আছে তা নিয়ে কাজ করতে হবে। ব্যালটে অনেক আগে থেকে হয়ে আসছে। অন্য প্রসেসগুলো যাতে আরও সুন্দর  করতে পারি সেটা করবো। আর জনগণের সমস্যা যদি হয় তা নিয়ে আমরা নোটিশ করবো।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন