হোম > জাতীয়

এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওর দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না। ভবিষ্যতে এমন মামলা করলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথোরিটিকে নির্দেশ দিয়েছেন আদালত। 

ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে আজ রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।

এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার (চেক প্রত্যাখ্যান) মামলা করতে পারবে না বলে গত ২৩ নভেম্বর রায় দেন একই বেঞ্চ। তবে তারা অর্থঋণ আদালতে মামলা করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়। 

রোববার আদালত বলেন, এনজিওগুলো বেআইনিভাবে ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার মামলা করে আসছে। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন। ইলিয়াস আলীর পক্ষে ছিলেন রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাকের ব্যাংকের পক্ষে জিসান মাহমুদ। এই মামলা শুনানির সময় আদালত আইনজীবী জামিউল হক ফয়সালের বক্তব্যও শোনেন। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির