হোম > জাতীয়

সিলেটে সরকারি সফরে ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সিলেটে সরকারি সফর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ শনিবার তিনি এই সরকারি সফর করেছেন। এ সময় তিনি ভারতের অনুদানে নির্মিত একটি মহিলা হোস্টেলসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, হাইকমিশনার সিলেটের চালিবন্দরে উমেশ চন্দ্র-নির্মলবালা ছাত্রাবাস প্রাঙ্গণে ভারত সরকারের ৪ কোটি ৩৫ লাখ টাকার আর্থিক অনুদানে নির্মিত একটি পাঁচতলা মহিলা হোস্টেল উদ্বোধন করেন। উমেশ চন্দ্র-নির্মলবালা ছাত্রাবাস ট্রাস্ট কর্তৃক পরিচালিত অলাভজনক এই মহিলা হোস্টেলে ১৬০ জন ছাত্রী থাকতে পারবেন।

এরপর হাইকমিশনার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ কে  আব্দুল মোমেন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে একত্রে ধূপদীঘিপাড় এলাকার উন্নয়ন, কাষ্টগর ক্লিনার কলোনি ভবন নির্মাণ এবং চারা দীঘিপাড়ে একটি স্কুল ভবন নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পগুলো ভারতের অর্থায়নে ২০১৭ সালে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের মধ্যে সই করা ‘সিলেট সিটি করপোরেশনের শিক্ষা ও উন্নত পরিবেশের জন্য অবকাঠামো নির্মাণ’ শীর্ষক সমঝোতা স্মারকের অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়িত হয়। 

তিনটি প্রকল্পই স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে এবং ভারত সরকারের অর্থায়নে সারা বাংলাদেশে উন্নয়ন সহায়তার অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অংশ। 

জাতীয় সম্পর্কিত আরও পড়ুন:

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ