হোম > জাতীয়

কোরবানি ঈদে মহাসড়কের পাশে বসা ২১৭টি পশুর হাট না বসাতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়কের ওপরে বা তার পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যমতে, মহাসড়কে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে। 

মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার এসব পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একই সঙ্গে এ বৈঠকে আলোচনা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডরসমূহের মেরামত ও সংস্কারকাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করা। 

বৈঠকে জানানো হয়, মহাসড়কের পাশে সবচেয়ে বেশি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায় মহাসড়ক সংলগ্ন ৩০টি। এরপর সবচেয়ে বেশি কক্সবাজার জেলায় বসে ২৩টি পশুর হাট। 

চট্টগ্রাম ৩০টি পশুর হাট—বাড়কুণ্ড বাজার, বাঁশবাড়িয়া বাজার, ফকিরহাট গরুর বাজার, ফকিরহাট, বড় দারোগার হাট, ছোট দারোগার হাট, হাদি ফকিরহাট বাজার, বারবকুণ্ড স্কুল মাঠ বাজার, বাঁশবাড়িয়া স্কুল মাঠ, ভাটিয়ারি বাজার, হাদিফকিরহাট গরু বাজার, মিঠাছাড়া বাজার, বড়তাকিয়া হাইস্কুল বাজার, নিজামপুর, বড় কলমদাহ বাজার, ডাকঘর মৌলভীবাজার, শান্তিরহাট বাজার, বাদামতল বাজার, কলম মুন্সির হাট, চৌধুরীর হাট স্টেশন বাজার, চৌধুরীর হাট বাজার, সরকারহাট, চারিয়া বাজার, বিবরিহাট, বাগিচাহাট, দেওয়ানহাট, রওশন হাট, খাঁনহাট, কেরানী হাট, পদুয়ার বাজার।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন